ওয়ালটন ১.৫ টন এসির দাম ২০২৫
আপনি কি ওয়ালটন ১.৫ টন এসির দাম ২০২৫ সম্পর্কে জানতে চান? আপনি যদি সত্যি সত্যি এসির দাম সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জাইগায় আসেছেন। কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব আমাদের দেশীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন সম্পর্কে।
আমাদের দেশে গ্রীষ্মকালে প্রচন্ড পরিমাণ গরম পড়ে। তাই গরমের সাথে তাল মিলিয়ে
আমাদের দেশীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের এসির দাম কত এবং এই এসি তে কি
কি সুযোগ সুবিধা রয়েছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিচে। তো চলুন শুরু
করা যাকঃ
পেজ সুচিপত্রঃ ওয়ালটন ১.৫ টন এসির দাম ২০২৫
ওয়ালটন ১.৫ টন এসির দাম ২০২৫
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যেগুলোতে এসি সরবরাহ করা হয়। তার মধ্যে অন্যতম ইলেকট্রিক কোম্পানি হচ্ছে ওয়ালটন। ওয়ালটন বাংলাদেশের পণ্য। এই কোম্পানির এসিগুলো খুবই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। যার ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে। তাই আমরা বিশ্বস্ততার সহিত ওয়ালটন ১.৫ টন এসি ব্যবহার করতে পারি।
তাছাড়াও এই এসির গুনগত মান অন্য কোম্পানির এসির গুণগত মানের থেকে অনেক ভালো। তাই
ওয়ালটন এসির বাজার মূল্য অন্যান্য কোম্পানি থেকে বেশ কিছুটা কম। তাই সব মিলিয়ে
বাজারে সবথেকে বেস্ট এসি বলা হয় ওয়ালটন এসিকে। এটি বাংলাদেশের কোম্পানি হিসেবে
হলেও মানে গুনে অনেকটাই ভালো। যে কোন সমস্যাই পরবর্তীতে চেঞ্জ করে নিতে
পারবেন।
আরো পড়ুনঃ ওয়ালটন ফ্রিজের দাম সম্পর্কে জানুন
ওয়ালটন ১.৫ টন এসি কেনো কিনবেন?
ওয়ালটন ১.৫ টন এসির বাজার মূল্য অন্যান্য কোম্পানি এসি থেকে তুলনামূলক অনেকটাই কম। তাছাড়া ও এসি গুলো অন্যতমনের দেশ ও পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে এবং এসি গুলার আকার আয়তন আপনার ঘরের সাথে সাম্রাজ্যপূর্ণ হবে। তাই দেখেশুনে দেশের পণ্য ওয়ালটন থেকেই আমরা ওয়ালটন ১.৫ টন এসি কিনব। আশা করা যায় ভালো ফলাফল উপভোগ করতে পারব যদি আমরা ওয়ালটন ১.৫ টন এসি কিনে থাকি।
ওয়ালটন এসি ভালো নাকি ভিসন এসি ভালো?
বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের এসি তৈরি করে থাকে। ভীষণ কোম্পানি এসি মোটামুটি
ভালো তবে এটির দাম ওয়ালটন এসির চেয়ে তুলনামূলক একটু বেশি। দামে কম মানে ভালো
বাংলাদেশের পণ্য ওয়ালটন এসি। বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্নভাবে এসি তৈরি
করলেও সরবরাহ ব্যবস্থা থাকে না। এই দিক দিয়ে ধরতে গেলে ওয়ালটন কোম্পানি খুব
ভালোভাবে সবকিছু সরবরাহ করে থাকে।
যেকোনো পণ্য কেনার আগে মানুষের বিভিন্ন রকমের চিন্তাভাবনা থাকে। যেমনঃ এসি
কেনার আগেই বিদ্যুৎ বিল কেমন আসবে, টেকসই কেমন হবে, বিক্রয় উত্তর সেবা
ঠিকঠাক পাওয়া যাবে কি না, এসব নিয়ে অনেক রকমের অনেকেরই ভাবনা চিন্তা থাকে।
তবে সব ধরনের সমস্যার সমাধান মিলবে বিশ্বস্ত মনের ওয়ালটনের প্রযুক্তি সমৃদ্ধ
এসিতে।
ওয়ালটন ১.৫ টন এসি কেনার সময় কিছু টিপস
এসি বা এয়ারকন্ডিশনার এর টন বলতে কী বোঝায়?
টন কথাটি এসে ওজন হিসেবে ব্যবহার করা হয় না। এটি মূলত এসির ইলেকট্রিক যন্ত্রের
কোন এক পারিপার্শ্বিক যন্ত্রকে বোঝায়। কিন্তু আমরা অনেকেই এটিকে এসির ওজন হিসেবে
দেখি বা ভাবি। তবে এটি টন হিসেবে দাম করা হয়। এসি আবিষ্কারের পর থেকেই
এসিকে টন হিসেবে বিক্রয় করা হয়। এ আলোচনা করার মূল কারণ হলো এটা যেন কেউ
আমরা মনে না করি এসি টন মানে ওজন না এসি টন হচ্ছে যন্ত্রের এক নাম।
আরো পড়ুনঃ ওয়ালটন কোম্পানি সম্পর্কে কিছু তথ্য
পরিবেশের ভারসাম্য রক্ষায় ওয়ালটন ১.৫ টন এসি
ওয়ালটন এসির ফোর-ডি এয়ার ফ্লো টেকনোলজি রুমের প্রতিটি কোনায়
বাতাসের প্রবাহ নিশ্চিত করে এবং এর টার্বোকুল টেকনোলজি রুমকে ৪০ শতাংশ দ্রুত
ঠান্ডা করে। কার্যকর ফিচার হলো থ্রি-ইন ওয়ান কনভার্টেবল টেকনোলজি। মনে করেন
বাসায় দেড় ১৫ টনের এসি আছে। কিন্তু বাসা বা রুম পরিবর্তন করার জন্য
প্রয়োজন এক টন এসি। সে ক্ষেত্রে শুধু রিমোটের সাহায্যে থ্রি-ইন ওয়ান কনভার্টেবল
টেকনোলজি ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী এসিকে কনভার্ট করতে পারবেন আপনি।
দেশব্যাপী বিস্তৃত আইএসও সার্টিফাইড ৮০টি সার্ভিস পয়েন্ট ও তিন হাজারের বেশি
সার্ভিস এক্সপার্ট থাকায় ওয়ালটন এসি তে বিক্রয় উত্তর সেবা দিয়ে দুশ্চিন্তা
নেই বেস্ট সার্ভিস প্রোভাইডে ওয়ালটন এসি এবং ওয়ালটন ইলেকট্রিক কোম্পানি এটি
মূলত সার্ভিসের জন্য খুবই ভালো।
ওয়ালটন এসির সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় কত?
ওয়ালটন এ সি যেমন গুনে মানে ভালো তেমন বিদ্যুৎ সাশ্রয় তেও বিদ্যামান
বিদ্যামান। বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে তৈরি করে থাকে বিভিন্ন রকম এসি এর
মধ্যে ওয়ালটন সেরা। সাশ্রয়ের দিক দিয়েও ওয়ালটন বিশেষভাবে ভূমিকা
রাখে। ওয়ালটন এসিতে রয়েছে ভয়েস কন্ট্রোল সুবিধা। যাতে একটি এসি বা বাংলা
ইংরেজি দুটির মধ্যে কমান্ড নিতে সক্ষম অর্থাৎ গ্রাহকের বাংলা ও ইংরেজি দুটি মধ্যে
পরিচালনা করতে পারবেন। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ের নিশ্চয়তায় পিএসটিআইয়ের
এনার্জি সনদ ওয়ালটন এসি অর্জন করেছেন।
বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেটে এসি বিক্রয় করে থাকেন। তাই আপনার নিকটস্থ শোরুম
থেকে দেখে শুনে ভালো মানের এসি নিতে পারেন। প্রয়োজনে আপনার বিশ্বস্ত এবং
নিকটস্থ ডিলারশিপ থেকে এসি কিনুন। ২০২৪ সালে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের খেতাব
অর্জন করে ওয়ালটন এসি। বর্তমানে দেশ ও দেশের বাইরের বিশ্বমানের এসি সরবরাহ করে
প্রতিষ্ঠানটি। তাই এটি থেকে বোঝা যায় অবশ্যই বিদ্যুৎ সাশ্রয় করবে ওয়ালটন ১.৫
টন এসির দাম ২০২৫।
ওয়ালটন ১.৫ টন এসির বিশেষত্ব
সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি, এআই ডঃ
ফিচার, প্লাজমা প্রযুক্তি, আইওটি-বেজড স্মার্ট কন্ট্রোল সিস্টেম, রিমোট
ফাইন্ডার, ব্লুটুথ কন্ট্রোল, অফলাইন ভয়েস কন্ট্রো্ল, ইউ বি কেয়া্র, মরিচা
প্রতিরোধক টেকনোলজি, থ্রি ইন ওয়ান কনভার্টেবল টেকনোলজি সহ ইন্টিগ্রেট পাচ ইঞ্চি
কালার টিএফটি ডিসপ্লে।
স্বয়ংক্রিয়ভাবে সমস্যার সমাধান করবে এ আই ডক্টর ফিচার। আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্ট এ ফিচার গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট এসির কুলিং
পারফমেন্স সহ অন্যান্য কম্পনেন্ট সে কোন সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত
করে তাৎক্ষণিক নিজেই সমাধানে চেষ্টা করবে। অন্যথায় সঙ্গে সঙ্গে গ্রাহকের বাসায়
নিকটস্থ সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠিয়ে দিবে। ফলে গ্রাহক ওয়ালটন
স্মার্ট এসির কোন অস্বাভাবিকতা বোঝার অনেক আগেই পেয়ে যাবে প্রয়োজনীয়
বিক্রয় উত্তর সেবা।
আরো পড়ুনঃ ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url