Trams and condition
কানিজ২৪ কী?
বাংলার অন্যতম বিশ্বস্ত ব্লগিং কমিউনিটি হলো কানিজ২৪। এখানে আমরা সঠিক তথ্যনির্ভর বাংলা ব্লগিং পোস্ট প্রকাশ করে থাকি। কানিজ২৪ ওয়েবসাইটে প্রয়োজনীয় সকল তথ্য এবং তথ্যভিত্তিক আপডেট পোস্ট করা হয়, যা অন্য কোনো ওয়েবসাইটে খুব কমই দেখা যায়।
কানিজ২৪-এর কপিরাইট নীতি
কানিজ২৪ ওয়েবসাইটে প্রকাশিত সব ভিডিও এবং বাংলা ব্লগিং কনটেন্টের একমাত্র স্বত্বাধিকারী কানিজ২৪-ই। যেকোনো উদ্দেশ্যে এই সাইটের কোনো পোস্ট বা পেজের কনটেন্ট কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
তবে, যদি কোনো পোস্ট বা কনটেন্টের কিছু অংশ অন্য কোথাও প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কানিজ২৪ ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করে যথাযথ ক্রেডিট দিতে হবে।
কানিজ২৪-এ প্রকাশিত সব পোস্ট বাংলায় লেখা হয়। যদি কোনো পোস্ট কাকতালীয়ভাবে অন্য কনটেন্টের সাথে মিলে যায়, তাহলে ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করতে হবে।
কোনো ব্লগ লেখক যদি হুবহু কপি করে অন্যত্র প্রকাশ করেন, সেটাও অ্যাডমিনকে জানাতে হবে। অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি করে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কানিজ২৪-এর গোপনীয়তা নীতি
কানিজ২৪ ওয়েবসাইটে প্রবেশের সময় আপনার দেওয়া যেকোনো তথ্য যেমন: ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর, ওয়েবসাইট লিংক কিংবা ব্যক্তিগত অন্যান্য তথ্য নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করা হয়।
তবে, তথ্যের ১০০% নিরাপত্তার গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।
আমরা ওয়েবসাইটের ট্রাফিক বিশ্লেষণের জন্য এবং আপনার পছন্দের বিষয়ভিত্তিক বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল অ্যাডসেন্স ও গুগল অ্যানালিটিক্সের মতো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের সঙ্গে কিছু তথ্য শেয়ার করতে পারি।
কানিজ২৪-এর কিছু কনটেন্ট সবার জন্য উন্মুক্ত নয়; নির্দিষ্ট কিছু কনটেন্ট দেখতে উপযুক্ত অথেন্টিক আইডি অথবা কোড ব্যবহার করতে হতে পারে।
কানিজ২৪-এর মন্তব্য নীতি
কানিজ২৪-এর যেকোনো পোস্ট, পেজ বা ভিডিওতে মন্তব্য করার সময় কেবল সংশ্লিষ্ট বিষয়ের ওপর মন্তব্য করতে হবে।
নিজের ভালো লাগা বা গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারবেন, তবে তা হতে হবে শালীন ও প্রাসঙ্গিক।
অশালীন ভাষা, অশ্রাব্য শব্দ, স্প্যাম বা আক্রমণাত্মক মন্তব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে আমাদের যোগাযোগ পেজ ব্যবহার করুন।
কুকিজ নীতি
আমরা কানিজ২৪ ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। সাইট ভিজিট করার মাধ্যমে আপনি কুকিজ ব্যবহারে সম্মতি প্রদান করছেন।
কুকিজের মাধ্যমে আমরা আপনার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করার চেষ্টা করি। আমাদের অনুমোদিত বিজ্ঞাপন অংশীদাররাও কুকিজ ব্যবহার করতে পারে।
লাইসেন্স নীতি
কানিজ২৪ ওয়েবসাইটের সমস্ত উপাদান মেধাস্বত্ব আইনের আওতায় সংরক্ষিত।
আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে কনটেন্ট ব্যবহার করতে পারবেন। তবে কনটেন্টের মালিকানা কানিজ২৪-এর কাছেই সংরক্ষিত থাকবে।
বিশেষ দ্রষ্টব্য
যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কানিজ২৪ অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সময়ের সাথে সাথে নীতিমালায় পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন হতে পারে, যা পূর্ব ঘোষণা ছাড়াই কার্যকর হতে পারে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url